Ads Area

Full Mock জিকে পার্ট 11

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. বাডিং এর মাধ্যমে প্রজনন ঘটে কার ?

A. প্লাজমোডিয়াম

B. অ্যামিবা

C. ইস্ট

D. প্লানেরিয়া

উত্তর: C

2. _______ হল দুটি বস্তুর পরস্পরের প্রতিক্রিয়া ?

A. জাড‍্যতা

B. ভরবেগ

C. চাপ

D. বল

উত্তর: D

3. রৈখিক পেশী হলো _______ ?

A. একটি কোষকেন্দ্র যুক্ত

B. দুটি কোষকেন্দ্র যুক্ত

C. কোষকেন্দ্র বিহীন

D. বহু কোষকেন্দ্র যুক্ত

উত্তর: D

4. নিচের কোনটি জীবাণুনাশক এবং ব্যাকটেরিয়ানাশক হিসাবে ব্যবহার করা হয় ?

A. HNO3

B. Ca(OH)2

C. CaOCl2

D. MgCl2

উত্তর: C

5. হায়দার আলী ব্রিটিশদের সাথে মাদ্রাজ চুক্তি স্বাক্ষর করে,যেখানে উভয় পক্ষই নিজেদের একই শত্রু _______ দের বিরুদ্ধে সাহায্য করতে সম্মত হন ?

A. ওলন্দাজ

B. মারাঠা

C. পর্তুগীজ

D. মুঘল

উত্তর: B

6. _______ একটি টেট্রা-পারমানবিক উপাদান ?

A. তামা

B. ফসফরাস

C. ক্লোরিন

D. আর্গন

উত্তর: B

7. ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগে কোন বিষয় নিয়ে আলোচনা হয় ?

A. প্রস্তাবনা

B. ইউনিয়ন এবং তার অঞ্চল

C. নাগরিক অধিকার

D. মৌলিক অধিকার

উত্তর: D

8. সতীদাহ প্রথা কোন সালে নিষিদ্ধ হয় ?

A. 1829

B. 1830

C. 1832

D. 1828

উত্তর: A

9. Servants of India Society কে স্থাপন করেন ?

A. বাল গঙ্গাধর তিলক

B. মহাত্মা গান্ধী

C. বি আর আম্বেদকর

D. গোপালকৃষ্ণ গোখলে

উত্তর: D

10. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায় ?

A. 500℃

B. 1000℃

C. 1500℃

D. 4000℃

উত্তর: D

11. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয় ?

A. 1875

B. 1878

C. 1876

D. 1880

উত্তর: C

12. দ্বি-জাতি তত্ত্বের জনক কাকে বলা হয় ?

A. মহ: আলী জিন্না

B. সৈয়দ আহম্মদ খান

C. আবুল কালাম আজাদ

D. আলী ভাতৃদ্বয়

উত্তর: B

13. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে 1765 সালে দেওয়ানি লাভ করেছিল ?

A. সুজা উদ দৌলা

B. দ্বিতীয় শাহ আলম

C. মীরকাসিম

D. ফারুকশিয়ার

উত্তর: B

14. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

A. বিম্বিসার

B. মহাপদ্মনন্দ

C. অজাতশত্রু

D. ধননন্দ

উত্তর: B

15. মরলেমিন্টো সংস্কার আইন কবে পাশ হয় ?

A. 1809

B. 1909

C. 1919

D. 1935

উত্তর: B

16. সিরোজেম কি ?

A. কৃষ্ণ মৃত্তিকা

B. পলিমাটি

C. পডসল

D. মরু অঞ্চলের মাটি

উত্তর: D

17. সেই বিন্দু যেখানে সকল রশ্মি মিলিত হয় সেটিকে কি বলা হয় ?

A. মেরু

B. প্রধান অক্ষ

C. ফোকাস

D. অ্যাপারচার

উত্তর: C

18. ভারত তার সংবিধান দিবস পালন করে কোন তারিখে ?

A. 26 জানুয়ারি

B. 26 নভেম্বর

C. 15 ডিসেম্বর

D. 21 আগস্ট

উত্তর: B

19. মোহিনী অট্টম দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী নৃত্য,যার উদ্ভব হলো ভারতের ______ অঙ্গরাজ্যে ?

A. কর্ণাটক

B. তামিলনাড়ু

C. অন্ধ্রপ্রদেশ

D. কেরালা

উত্তর: D

20. অর্ধবার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন কে প্রকাশ করে ?

A. অর্থ মন্ত্রণালয়

B. ভারতীয় রিজার্ভ ব্যাংক

C. সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া

D. নাবার্ড

উত্তর: B

21. কুচুপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ?

A. অন্ধ্রপ্রদেশ

B. কর্ণাটক

C. তামিলনাড়ু

D. কেরালা

উত্তর: A

22. যে নির্বাচন পদ্ধতি দ্বারা ভারতের রাষ্ট্রপতির নির্বাচন করা হয় সেটা গঠন করেন ?

A. প্রাক্তন রাষ্ট্রপতি

B. রাজ্যপাল

C. সংসদ প্রধান

D. সংসদ ও রাজ্য বিধানসভা পরিষদের নির্বাচিত সদস্যগণ

উত্তর: D

23. মানব বৃক্কের মধ্যে পরিস্রাবক এককগুলি কি নামে পরিচিত ?

A. জালিকা

B. ভিওলাই

C. নেফ্রন

D. ম্যালপিজিয়ন করপাসল

উত্তর: C

24. নিম্নের কোনটি কার্বনাইল গ্রুপ ধারণ করে না ?

A. কিটোন

B. এলডিহাইড

C. ইথানল

D. কার্বক্সাইল এসিড

উত্তর: C

25. পলাশীর যুদ্ধ কবে হয়েছিল ?

A. 22 জুন, 1757

B. 23 জুন, 1757

C. 24 জুন, 1757

D. 17 জুন, 1757

উত্তর: B

26. পৃথিবীর গুরুমণ্ডলে গ্যাসের সাথে মিশ্রিত গলিত উপাদানটি হল ?

A. কেন্দ্রমণ্ডল

B. ম্যাগমা

C. হিলিয়াম

D. লাভা

উত্তর: B

27. নিম্নের কোনটি পরিমাপ করতে একটি ভোল্টামিটার ব্যবহার করা হয় ?

A. চৌম্বকীয় আবেশ

B. বায়ু প্রতিরোধ

C. বিভব প্রভেদ

D. বিদ্যুৎ প্রবাহ

উত্তর: C

28. আমাদের হাতের তালুতে কোন ধাতুটি গলে যায় ?

A. পটাশিয়াম

B. গ্যালিয়াম

C. অ্যালুমিনিয়াম

D. ম্যাগনেসিয়াম

উত্তর: B

29. ভারতের কোন ব্যক্তিত্ব মিসাইল ম্যান নামে পরিচিত ?

A. রাকেশ শর্মা

B. ড: এ পি জে আব্দুল কালাম

C. কে সিবান

D. জি সতীশ রেড্ডি

উত্তর: B

30. মানুষের শ্বসনতন্ত্রের বিদ্যমান রঞ্জক হলো ?

A. হিমোগ্লোবিন

B. ইউমেলানিন

C. ফিওমেলানিন

D. মেলানিন

উত্তর: A

31. _____ সালের ঘটনাচক্র ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয় এবং প্রায়শ এই ঘটনা টিকে স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা হয় ?

A. 1947

B. 1856

C. 1875

D. 1857

উত্তর: D

32. ন্যাশনাল রুরাল হেল্থ মিশন কবে চালু হয় ?

A. 2000

B. 1992

C. 2005

D. 1996

উত্তর: C

33. অ্যান্টিমনি এবং আর্সেনিক কোন বিভাগের অন্তর্গত ?

A. ধাতু

B. উপধাতু

C. খনিজ পদার্থ

D. অধাতু

উত্তর: B

34. নিম্নলিখিত কোন ক্ষেত্রে সম্মানজনক দ্রোনাচার্য পুরস্কার দেওয়া হয় ?

A. সমাজসেবা

B. সংগীত

C. খেলাধুলা

D. রাজনীতি

উত্তর: C

35. নিচের কোনটি পারসীদের পবিত্র গ্রন্থ ?

A. গীতা

B. কুরআন

C. গ্রন্থ সাহিব

D. জেন্দ আবেস্তা

উত্তর: D

36. কোন ভারতীয় রাজ্য তিনটি রাষ্ট্রের সীমান্তে অবস্থিত ?

A. সিকিম

B. হিমাচল প্রদেশ

C. উত্তরাখন্ড

D. বিহার

উত্তর: A

37. এসিড কাঁচের পাত্রে রাখা হয় ধাতুর পাত্রে না রেখে, কারণ ?

A. ধাতুর সাথে এসিড প্রতিক্রিয়া করতে পারে তাই

B. কাঁচের পাত্র দামি হয় না তাই

C. কাঁচের পাত্রে সরাসরি সূর্যালোক পেতে

D. কাঁচের পাত্র সহজলভ্য

উত্তর: A

38. ইজরায়েল এর রাজধানী কোথায় ?

A. জেরুসালেম

B. কাবুল

C. তেহরান

D. আম্মান

উত্তর: A

39. কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম - প্লেয়িং ইট মাই ওয়ে ?

A. বিনোদ কাম্বলি

B. কপিলদেব

C. শচীন টেন্ডুলকার

D. রাহুল দ্রাবিড়

উত্তর: C

40. I do What I do - বইটির লেখক কে ?

A. রঘুরাম রাজন

B. শশী থারুর

C. সঞ্জীব সান্যাল

D. ভেঙ্কাইয়া নাইডু

উত্তর: A

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 30 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ