1. জয় জওয়ান জয় কিষান - স্লোগানটি মূলত নিম্নের কে দিয়েছিলেন ?
উত্তর: A
2. কোন সুলতানের আমলে চেঙ্গিজ খাঁ ভারত আক্রমন করে ?
উত্তর: D
3. নিম্নের কে দীন-ই-ইলাহী প্রবর্তন করেন ?
উত্তর: A
4. আপদকালীন হরমোন কোনটি ?
উত্তর: B
5. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
উত্তর: D
6. গুডস এন্ড সার্ভিস ট্যাক্স (GST) প্রথম চালু হয় কোন দেশে ?
উত্তর: D
7. কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রূঢ় বলে ?
উত্তর: B
8. হিমালয় পর্বতমালা কি প্রকৃতির ?
উত্তর: C
9. অ্যানিমোমিটারের সাহায্যে নিম্নের কোনটি পরিমাপ করা যায় ?
উত্তর: A
10. নিম্নের কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক ?
উত্তর: D
11. আকবর কত সালে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন ?
উত্তর: C
12. দীনবন্ধু মিত্রের নীল দর্পন নিম্নের কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ?
উত্তর: B
13. জাকার্তা কোন দেশের রাজধানী ?
উত্তর: B
14. হুতোম পেঁচা ছদ্মনামে নিম্নের কে পরিচিত ছিলেন ?
উত্তর: C
15. টেনিদার অভিযান - কার লেখা ?
উত্তর: D
16. কত তম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থায় 33.3% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয় ?
উত্তর: C
17. জাতীয় প্রতীক হিসেবে অশোক স্তম্ভ কত সালে গৃহীত হয় ?
উত্তর: D
18. নিম্নের কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি ?
উত্তর: C
19. নিম্নের কোন অঙ্গানুকে কোশের শক্তিঘর বলা হয় ?
উত্তর: B
20. ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে ?
উত্তর: D
21. নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?
উত্তর: C
22. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় ?
উত্তর: D
23. ডেঙ্গু ছড়ায় নিম্নের কোন ভেক্টর ?
উত্তর: C
24. কোন মৌলিক অধিকারকে ড: বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন ?
উত্তর: C
25. সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে ?
উত্তর: C
26. পেপসিন পাচিত করে ?
উত্তর: B
27. ভারতের সংবিধানের কার্যকরী প্রধান কে ?
উত্তর: C
28. মুখ দেখার দর্পন কি প্রকৃতির দর্পন ?
উত্তর: C
29. প্রাচ্যের মিলটন নামে নিম্নের কে পরিচিত ছিলেন ?
উত্তর: A
30. পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে ?
উত্তর: B
31. চিকনগুনিয়া রোগের বাহক কোনটি ?
উত্তর: C
32. তুন্দ্রা শব্দ টির অর্থ কি ?
উত্তর: D
33. গুপি ও বাঘা চরিত্র গুলির স্রষ্টা কে ?
উত্তর: C
34. মানুষের শরীরের সব থেকে কঠিনতম অংশ কোনটি ?
উত্তর: C
35. কোন দেশকে বিশ্বের কফির পাত্র বলা হয় ?
উত্তর: C
36. সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
উত্তর: C
37. সুলতানি যুগের আকবর কাকে বলা হয় ?
উত্তর: A
38. ভেম্বনাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: C
39. দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় হয় ?
উত্তর: C
40. অসহযোগ আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তর: C
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 30 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।