Ads Area

Full Mock জিকে পার্ট 10

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. জয় জওয়ান জয় কিষান - স্লোগানটি মূলত নিম্নের কে দিয়েছিলেন ?

A. লালবাহাদুর শাস্ত্রী

B. জওহরলাল নেহেরু

C. রাজেন্দ্র প্রসাদ

D. মহাত্মা গান্ধী

উত্তর: A

2. কোন সুলতানের আমলে চেঙ্গিজ খাঁ ভারত আক্রমন করে ?

A. কুতুবউদ্দিন আইবক

B. মহম্মদ বিন তুঘলক

C. গিয়াসউদ্দিন বলবন

D. ইলতুতমিস

উত্তর: D

3. নিম্নের কে দীন-ই-ইলাহী প্রবর্তন করেন ?

A. আকবর

B. বাবর

C. হুমায়ুন

D. শাহজাহান

উত্তর: A

4. আপদকালীন হরমোন কোনটি ?

A. থাইরক্সিন

B. এড্রিনালিন

C. ইনসুলিন

D. রিলাক্সিন

উত্তর: B

5. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?

A. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

B. লর্ড ডালহৌসি

C. লর্ড ওয়েলেসলি

D. লর্ড কর্নওয়ালিস

উত্তর: D

6. গুডস এন্ড সার্ভিস ট্যাক্স (GST) প্রথম চালু হয় কোন দেশে ?

A. আমেরিকা যুক্তরাষ্ট্র

B. যুক্তরাজ্য

C. চীন

D. ফ্রান্স

উত্তর: D

7. কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রূঢ় বলে ?

A. ভিলাই

B. দুর্গাপুর

C. রাউরকেল্লা

D. বোকারো

উত্তর: B

8. হিমালয় পর্বতমালা কি প্রকৃতির ?

A. স্তুপ পর্বত

B. ক্ষয়জাত পর্বত

C. ভঙ্গিল পর্বত

D. উপরের কোনটি নয়

উত্তর: C

9. অ্যানিমোমিটারের সাহায্যে নিম্নের কোনটি পরিমাপ করা যায় ?

A. বাতাসের গতি

B. বায়ুমণ্ডলের চাপ

C. শব্দের প্রাবল্য

D. ভূমিকম্পের তীব্রতা

উত্তর: A

10. নিম্নের কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক ?

A. কাঠবিড়ালি

B. একশৃঙ্গ গন্ডার

C. চড়ুই পাখি

D. মেছো বিড়াল

উত্তর: D

11. আকবর কত সালে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন ?

A. 1605

B. 1604

C. 1601

D. 1600

উত্তর: C

12. দীনবন্ধু মিত্রের নীল দর্পন নিম্নের কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ?

A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

B. মাইকেল মধুসূদন দত্ত

C. উমেশচন্দ্র দত্ত

D. জন কেরি

উত্তর: B

13. জাকার্তা কোন দেশের রাজধানী ?

A. জাপান

B. ইন্দোনেশিয়া

C. ইরাক

D. জার্মানি

উত্তর: B

14. হুতোম পেঁচা ছদ্মনামে নিম্নের কে পরিচিত ছিলেন ?

A. মাইকেল মধুসূদন দত্ত

B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

C. কালীপ্রসন্ন সিংহ

D. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: C

15. টেনিদার অভিযান - কার লেখা ?

A. মহাশ্বেতা দেবী

B. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

C. মানিক বন্দ্যোপাধ্যায়

D. নারায়ণ গঙ্গোপাধ্যায়

উত্তর: D

16. কত তম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থায় 33.3% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয় ?

A. 74 তম

B. 75 তম

C. 73 তম

D. 72 তম

উত্তর: C

17. জাতীয় প্রতীক হিসেবে অশোক স্তম্ভ কত সালে গৃহীত হয় ?

A. 1947

B. 1948

C. 1949

D. 1950

উত্তর: D

18. নিম্নের কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি ?

A. জি অস্টিন

B. কে সি হোয়ার

C. আর্নেস্ট বার্কার

D. এম ভি পাইলি

উত্তর: C

19. নিম্নের কোন অঙ্গানুকে কোশের শক্তিঘর বলা হয় ?

A. নিউক্লিয়াস

B. মাইটোকন্ড্রিয়া

C. গলগি বডি

D. রাইবোজোম

উত্তর: B

20. ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে ?

A. গোয়া

B. চেন্নাই

C. মুম্বাই

D. কলকাতা

উত্তর: D

21. নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?

A. মিথেন

B. ক্লোরোফ্লুরো কার্বন

C. হাইড্রোজেন

D. কার্বন-ডাই-অক্সাইড

উত্তর: C

22. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় ?

A. নিউইয়র্ক

B. রোম

C. প্যারিস

D. ওয়াশিংটন ডিসি

উত্তর: D

23. ডেঙ্গু ছড়ায় নিম্নের কোন ভেক্টর ?

A. এনোফিলিস মশা

B. কিউলেক্স মশা

C. এডিস মশা

D. সেটসি মাছি

উত্তর: C

24. কোন মৌলিক অধিকারকে ড: বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন ?

A. মৌলিক অধিকার

B. ভোটাধিকার

C. সংবিধান প্রতিবিধানের অধিকার

D. উপরের কোনটি নয়

উত্তর: C

25. সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে ?

A. রবার্ট হুক

B. লিউয়েন হুক

C. গ্যালিলিও

D. টরিসেলি

উত্তর: C

26. পেপসিন পাচিত করে ?

A. লিপিড

B. প্রোটিন

C. ফ্যাট

D. শর্করা

উত্তর: B

27. ভারতের সংবিধানের কার্যকরী প্রধান কে ?

A. রাষ্ট্রপতি

B. উপরাষ্ট্রপতি

C. প্রধানমন্ত্রী

D. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

উত্তর: C

28. মুখ দেখার দর্পন কি প্রকৃতির দর্পন ?

A. অবতল দর্পন

B. উত্তল দর্পন

C. সমতল দর্পন

D. অধিবৃত্তাকার দর্পন

উত্তর: C

29. প্রাচ্যের মিলটন নামে নিম্নের কে পরিচিত ছিলেন ?

A. মধুসূদন দত্ত

B. নবীনচন্দ্র সেন

C. ঈশ্বরচন্দ্র গুপ্ত

D. রামমোহন রায়

উত্তর: A

30. পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে ?

A. নরওয়ে

B. শিকাগো

C. এথেন্স

D. ফিনল্যান্ড

উত্তর: B

31. চিকনগুনিয়া রোগের বাহক কোনটি ?

A. এনোফিলিস মশা

B. কিউলেক্স মশা

C. এডিস মশা

D. সেটসি মাছি

উত্তর: C

32. তুন্দ্রা শব্দ টির অর্থ কি ?

A. উষ্ণ মরুভূমি

B. শীতল স্রোত

C. পাথুরে জমি

D. বরফে ঢাকা অঞ্চল

উত্তর: D

33. গুপি ও বাঘা চরিত্র গুলির স্রষ্টা কে ?

A. রবীন্দ্রনাথ ঠাকুর

B. সুকুমার রায়

C. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী

D. সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তর: C

34. মানুষের শরীরের সব থেকে কঠিনতম অংশ কোনটি ?

A. করোটি

B. ফিমার

C. দাঁতের এনামেল

D. মেরুদন্ড

উত্তর: C

35. কোন দেশকে বিশ্বের কফির পাত্র বলা হয় ?

A. চিলি

B. কিউবা

C. ব্রাজিল

D. আর্জেন্টিনা

উত্তর: C

36. সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় ?

A. ডায়মন্ড হারবার

B. ঝড়খালি

C. ক্যানিং

D. নামখানা

উত্তর: C

37. সুলতানি যুগের আকবর কাকে বলা হয় ?

A. ফিরোজশাহ তুঘলক

B. আলাউদ্দিন খলজি

C. দ্বিতীয় পুলকেশী

D. টিপু সুলতান

উত্তর: A

38. ভেম্বনাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

A. ওড়িশা

B. কর্ণাটক

C. কেরালা

D. তামিলনাড়ু

উত্তর: C

39. দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় হয় ?

A. রাজগীর

B. পাটলিপুত্র

C. বল্লভি

D. বৈশালি

উত্তর: C

40. অসহযোগ আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?

A. রাসবিহারী বোস

B. সুভাষচন্দ্র বোস

C. লালা লাজপত রায়

D. জওহরলাল নেহেরু

উত্তর: C

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 30 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ