Ads Area

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি পরীক্ষায় জনপ্রিয় সাধারণ জ্ঞানের প্রশ্নপত্র

 পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা যেমন WBPSI, WBPSC, WBP Constable, WBCS, ও কলকাতা পুলিশের পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার সময়ে প্রার্থীদের জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সংগ্রহ করা অত্যন্ত কাজের কথা। একজন প্রার্থীর যত্নে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা বিভিন্ন বিষয়ে পর্যায়বৃত্তি সম্পন্ন থাকতে হবে, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা ভাষা, সাধারণ জ্ঞান ইত্যাদি।


আমরা এই পরীক্ষার জন্য প্রার্থীদের উপযুক্ত প্রশ্নপত্র সংগ্রহ করে তাদের উত্তীর্ণতা বাড়াতে সাহায্য করছি। আমাদের প্রশ্নপত্রে অন্যত্র প্রচলিত জ্ঞান সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকে, যা প্রার্থীদের পরীক্ষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আমরা WBPSI, WBPSC, WBP Constable, WBCS, এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে বিস্তারিত প্রশ্ন প্রদান করছি যা প্রার্থীদের প্রস্তুত করার সাহায্য করবে। আমাদের প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে পরীক্ষার সময়ের সাথে মিলানে, যাতে প্রার্থীদের সঠিক প্রশ্ন কেন্দ্রিক বিষয়ে প্রস্তুত হতে সাহায্য করতে পারে।



*🔖GENERAL KNOWLEDGE🔽*

★ মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন -- আমিষ জাতীয় খাদ্যে।
★ সূর্য কিরণ হতে পাওয়া যায় -- ভিটামিন ডি।
★ ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে --
অ্যালবুমিন।
★ আমিষের কাজ -- দেহ কোষ গঠনে সহয়তা করা।
★ মোটামুটি সম্পূর্ণ বা অাদর্শ খাদ্য বলা হয় -- দুধকে।
★ কোলেস্টরল -- এক ধরণের অসম্পৃক্ত
অ্যালকোহল।
★ কোলাজেন -- একটি প্রোটিন।
★ হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন -- ডি ভিটামিন।
★ ভিটামিন ডি এর অভাবে -- রিকেটস রোগ।
★ অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন -- ক্যালসিয়াম।
★ মোরলা মাছে থাকে -- ভিটামিন ডি।
★ সহজে সর্দি কাশি হয় -- ভিটামিন সি এর অভাবে।
★ বিষাক্ত নিকোটিন থাকা -- তামাকে।
★ ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে -- আল্ট্রাভায়োলেট রশ্মি।
★ শরীরে শক্তি যোগাতে দরকার -- খাদ্য
★ সামুদ্রিক মাছে পাওয়া যায় -- আয়োডিন।
★ সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল -- পেয়ারা।
★ ভিটামিন এ সবচেয়ে বেশি -- গাজরে।
★ মানুষের প্রোটিনের অভাবে -- কোয়াশিয়কর রোগে।
★ আয়োডিন পাওয়া যায় -- শৈবালে।
★ আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন -- ২৫০০ ক্যালরি।
★ গ্লুকোজের স্থূল সংকেত -- CH2O
★ ল্যাথারাইজম রোগ -- খেসারি ডাল খেলে।
★ শরীরের হাড় ও দাতের গঠনের কাজে বেশি প্রয়োজন – ক্যালসিয়াম।
★ অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে –
গ্লাইকোজেন রূপে।
★ দুধের শ্বেতস্বার বা শর্করাকে বলা হয় — ল্যাকটোজ।
★ ডিমে নেই — ভিটামিন সি।
★ মানুষের শরীরে বেশিরভাগ ফসফেট
রয়েছে — হাড়ে।
★ রাতকানা রোগ বোঝানোর প্রতীক — XN.
★ নেশা সামগ্রী আফিনের মূল উপাদান হলো — পপি।
★ স্কার্ভি রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় — ভিটামিন সি।
★ ভিটামিন এ এর কাজ — প্রজননে সহায়তা করা।
★ মানবদেহে প্রতিদিন জলের প্রয়োজন — ৩ লিটার।
★ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে লোহার পরিমাণ — ২ থেকে ৬ গ্রাম।
★ বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিড/উপাদানঃ
→ তেতুল — টারটারিক এসিড
→ লেবুর রস — সাইট্রিক এসিড
→ দুধ — ল্যাকটিক এসিক
→ কচু শাক — লৌহ
→ সিরকা — এসিটিক এসিড
→ আনারস — সাইট্রিক এসিড
→ টমেটো — ম্যালিক এসিড
→ কমলা — অ্যাসকারবিক এসিড
→ আঙ্গুর — টারটারিক এসিড
→ ডাব — পটাশিয়াম
→ আপেল — ম্যালিক এসিড
→ কলা — ম্যালিক এসিড, সাইট্রিক এসিড
→ আমলকি — অক্সালিক এসিড।
★ বিভিন্ন ভিটামিনের অভাবে সৃষ্ট রোগসমুহঃ
→ভিটামিন এ—রাতকানা
→ভিটামিন বি১—বেরিবেরি
→ভিটামিন বি২—মুখে ঘা
→ভিটামিন বি৩—পেলেগ্রা
→ভিটামিন বি৬—নিউরোপ্যাথি
→ভিটামিন বি১২—রক্ত শূণ্যতা
→ভিটামিন সি—স্কার্ভি
→ভিটামিন ডি—রিকেট, অস্টিও
মেলাসিয়া
→ভিটামিন ই—হিমোলাইটিক অ্যানিমিয়া
→ভিটামিন কে—রক্ত জমাট বাঁধা।
★ মুখে ও জিহবায় ঘা হয় -- ভিটামিন বি₂ এর অভাবে।
★ জলে দ্রবণীয় ভিটামিন -- ভিটামিন বি ও সি।
★ শিশুদের রিকেটাস রোগ হয় -- ভিটামিন ডি এর অভাবে।
★ মিষ্টি কুমড়া -- ভিটামিন জাতীয় খাদ্য।
★ মিষ্টি আলু -- শ্বেতস্বার জাতীয় খাদ্য।
★ শিমের বিচি -- আমিষ জাতীয় খাদ্য।
★ দুধে থাকে -- ল্যাকটিক এসিড।
★ আয়োডিনের অভাবে -- গলগন্ড রোগ হয়।
★ হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ -- করমচা।
★ লেবুতে বেশি থেকে -- ভিটামিন সি।


আমাদের প্রশ্নপত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে, দয়া করে আমাদের ওয়েবসাইট দেখুন এবং প্রযুক্তিগত প্রশ্নপত্র প্রস্তুতির জন্য আমাদের পরামর্শ নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area