Ads Area

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন 9

 পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা যেমন WBPSI, WBPSC, WBP Constable, WBCS, ও কলকাতা পুলিশের পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার সময়ে প্রার্থীদের জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সংগ্রহ করা অত্যন্ত কাজের কথা। একজন প্রার্থীর যত্নে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা বিভিন্ন বিষয়ে পর্যায়বৃত্তি সম্পন্ন থাকতে হবে, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা ভাষা, সাধারণ জ্ঞান ইত্যাদি।


আমরা এই পরীক্ষার জন্য প্রার্থীদের উপযুক্ত প্রশ্নপত্র সংগ্রহ করে তাদের উত্তীর্ণতা বাড়াতে সাহায্য করছি। আমাদের প্রশ্নপত্রে অন্যত্র প্রচলিত জ্ঞান সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকে, যা প্রার্থীদের পরীক্ষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আমরা WBPSI, WBPSC, WBP Constable, WBCS, এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে বিস্তারিত প্রশ্ন প্রদান করছি যা প্রার্থীদের প্রস্তুত করার সাহায্য করবে। আমাদের প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে পরীক্ষার সময়ের সাথে মিলানে, যাতে প্রার্থীদের সঠিক প্রশ্ন কেন্দ্রিক বিষয়ে প্রস্তুত হতে সাহায্য করতে পারে।

*মানবদেহ_নিয়ে_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্য*


১। হাড় সংখ্যা - ২০৬

২। পেশী সংখ্যা - ৬৩৯

৩। কিডনি সংখ্যা - ২

৪। দুধ দাঁতের সংখ্যা - ২০

৫। পাঁজড় সংখ্যা - ২৪ (১২ জোড়া)

৬। হৃদয়ের চেম্বার সংখ্যা - ৪

৭। স্বাভাবিক রক্তচাপ - ১২০/৮০

৮। রক্তের PH - ৭.৪

৯। মেরুদন্ড মেরুদন্ডের সংখ্যা - ৩৩

১০। নেক মধ্যে #Vertebrae সংখ্যা - ৭ টি

১১। মাঝারি কানের হাড়ের সংখ্যা - ৬

১২। মুখে হাড় #সংখ্যা - ১৪

১৩। স্কাল মধ্যে হাড় সংখ্যা - ২২

১৪। বুকে হাড় সংখ্যা - ২৫



১৫। অস্ত্র হাড় সংখ্যা - ৬

১৬। মানুষের প্রতিটি কানের ভিতরে ৩টি করে হাড় থাকে। এগুলোর নাম হলঃ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস (কানের বাহির থেকে ভিতরের দিকে সিরিয়াল অনুযায়ী। মনে রাখার সূত্র: MIS।)

২ কানে মোট ৬ টি হাড় থাকে। এগুলোর মধ্যে স্টেপিস হল মানব দেহের ক্ষুদ্রতম হাড়।

১৭। মানুষের বাহুতে পেশীর সংখ্যা - ৭২

১৮। হৃদয়ের পাম্প সংখ্যা - ২

১৯। বৃহত্তম #অঙ্গ - চামড়া

২০। বৃহত্তম গ্রান্তি - লিভার

২১। ছোট কোষ - রক্তের কোষ

২২। বৃহত্তম #কোষ - ডিম সেল (ডিম্ব)

২৩। ছোট হাড় - স্ট্যাপ

২৪। সর্বাধিক #ধমনী - বারোটাবারোটা

২৫। আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে।

২৬। দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে।

২৭। আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে।

২৮। আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।



২৯। ১০০ বিলিয়ন এর অদিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত।

৩০। মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।

৩১। পাথর থেকে মানুষের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।

৩২। আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।

৩৩। মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না।

৩৪। মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।

৩৫। আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।

৩৬। আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।

৩৬। আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।

৩৮। আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।

৩৯। অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।

৪০। মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা।



৪১। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।

৪২। আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।

৪৩। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।

৪৪। মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতিতে বাহির হয়।

৪৫।মানব দেহের সবচেয়ে বড় হাড় হল উরুর হাড় (Thighbone)। এর নাম হল ফিমার।

৪৬। আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।

৪৭। রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত।

৪৮।মুত্র প্রস্তুত হয় কিডনীতে। মুত্র হলুদ দেখায় বিলিরুবিনের জন্য।

৪৯। নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে ১২৫ মিটার।

৫০। একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় ০.৪ সেকেন্ড।

আমাদের প্রশ্নপত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে, দয়া করে আমাদের ওয়েবসাইট দেখুন এবং প্রযুক্তিগত প্রশ্নপত্র প্রস্তুতির জন্য আমাদের পরামর্শ নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area